ইয়োব 27:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তাহার নির্মিত গৃহ তন্তুকীটের বাসার তুল্য, তাহা ক্ষেত্ররক্ষকের কৃত কুঁড়িয়ার তুল্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তার নির্মিত বাড়ি কীটের বাসার মত, তা আঙ্গুর-ক্ষেতের পাহারা ঘরের মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যে বাড়ি সে তৈরি করে তা পতঙ্গের গুটির মতো, চৌকিদারের তৈরি করা কুঁড়েঘরের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 দুষ্টদের গৃহ পাখির বাসা, পাহারাদারের আস্তানার মত অস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাহার নির্ম্মিত গৃহ তন্তুকীটের বাসার তুল্য, তাহা ক্ষেত্ররক্ষকের কৃত কুঁড়িয়ার তুল্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 একজন মন্দ লোক পাখীর বাসার মত একটা বাড়ী বানাতে পারে। একজন রক্ষী যেমন মাঠে ঘাসের কুটীর বানায় সে হয়ত তার বাড়ীটা ঐরকমই বানাবে। অধ্যায় দেখুন |