ইয়োব 27:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তবু প্রস্তুত করিলেও ধার্মিক সেই বস্ত্র পরিবে, নির্দোষ সেই রৌপ্য বিভাগ করিয়া লইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তবু প্রস্তুত করলেও ধার্মিক সেই কাপড়-চোপড় পরবে, নির্দোষ সেই রূপা ভাগ করে নেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তবুও সে যা জমাবে ধার্মিকেরা তা গায়ে দেবে, ও নির্দোষ মানুষেরা তার রুপো ভাগাভাগি করে নেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তবে ধার্মিকেরা সেই পোষাক ব্যবহার করবে নিরীহ ব্যক্তিরা সেই রূপো ভাগ করে নেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তবু প্রস্তুত করিলেও ধার্ম্মিক সেই বস্ত্র পরিবে, নির্দ্দোষ সেই রৌপ্য বিভাগ করিয়া লইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কিন্তু একজন সৎ লোক তার বস্ত্রাদি পাবে। নির্দোষ লোক তাদের রূপো পাবে। অধ্যায় দেখুন |