Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 26:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 প্রেতগণ কম্পিত হয়, জলরাশির ও তন্নিবাসীদের নীচে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে, মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “মৃতেরা গভীর মনস্তাপ ভোগ করে, যারা জলের তলদেশে থাকে ও যারা জলের মধ্যে থাকে, তারাও করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পৃথিবীর নীচে জলের তলায়, মৃতদের আত্মারা কাঁপছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 প্রেতগণ কম্পিত হয়, জলরাশির ও তন্নিবাসীদের নীচে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “মৃত লোকদের আত্মা, মাটির তলায় জলের ভেতরে ভয়ে কাঁপতে থাকে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 26:5
7 ক্রস রেফারেন্স  

তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তব গান করিবে? [সেলা]


তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল, এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের নিকটে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর।


তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম, নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম;


তুমি কাহার কাছে কথা কহিলে? তোমা হইতে কাহার নিশ্বাস নির্গত হইল?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন