Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 25:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 তবে কীটসদৃশ মর্ত্য কি? কৃমিসদৃশ মনুষ্য সন্তান কি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তবে কীটের মত মানুষ কি? কৃমির মত মানুষের সন্তানের মূল্যই বা কি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র— সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 মানুষ তো নগণ্য, কীটানুকীটমাত্র, ঈশ্বরের দৃষ্টিতে মানুষের কি মূল্য আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তবে কীটসদৃশ মর্ত্ত্য কি? কৃমিসদৃশ মনুষ্য-সন্তান কি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 মানুষ ঈশ্বরের তুলনায় কম খাঁটি। তুলনায়, মানুষ উল্লু এবং কৃমিকীটের মত!”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 25:6
7 ক্রস রেফারেন্স  

হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।


কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত।


মর্ত্য কি যে, তুমি তাহাকে মহান জ্ঞান কর, যে, তাহার উপরে তোমার মন পড়ে,


তবে যাহারা মৃণ্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধুলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দিত হয়; তাহারা কি?


অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।


যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী;


তখন ইয়োব উত্তর করিয়া কহিলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন