ইয়োব 24:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 দেখ, প্রান্তরস্থ বনগর্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 দেখ, মরুভূমিস্থ বন্য গাধাগুলোর মত তারা নিজের কাজে গিয়ে গ্রাসের খোঁজ করে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 মরুভূমির বুনো গাধাদের মতো, দরিদ্রেরা তন্নতন্ন করে খাদ্য খুঁজে বেড়ায়; পতিত জমি তাদের সন্তানদের জন্য খাদ্য জোগায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 গরীব লোকেরা বন্য গর্দভদের মত মরুপ্রান্তরে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের সন্তানদের জন্য খাদ্য সংগ্রহ করার আর কোন স্থান নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “দরিদ্র লোকগুলো খাবারের সন্ধানে বুনো গাধার মত মরুভূমিতে ঘুরে বেড়ায়। খাদ্যের সন্ধানে তারা খুব সকালে উঠে পড়ে। তাদের ছেলেমেয়েদের খাদ্যের জন্য তারা জনহীন স্থানে খাবার খুঁজে বেড়ায়। অধ্যায় দেখুন |