ইয়োব 24:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাহারা পিতৃহীনদের গর্দভ লইয়া যায়, তাহারা বিধবার গরু বন্ধক রাখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তারা এতিমদের গাধা নিয়ে যায়, তারা বিধবার গরু বন্ধক রাখে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তারা অনাথদের গাধা খেদায় ও বিধবাদের বলদ বন্ধক রাখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পিতৃহীন অনাথদের গাধার পাল তাড়িয়ে নিয়ে দখল করে। বিধবাদের বলদ তারা বন্ধক রাখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহারা পিতৃহীনদিগের গর্দ্দভ লইয়া যায়, তাহারা বিধবার গোরু বন্ধক রাখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারা অনাথদের গাধা চুরি করে। তারা বিধবাদের বলদগুলো বন্ধক রাখে। অধ্যায় দেখুন |
আমি এই স্থানে আছি; তোমরা সদাপ্রভুর সাক্ষাতে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়া বল দেখি, আমি কাহার গরু লইয়াছি? কাহার গর্দভ লইয়াছি? কাহার প্রতি দৌরাত্ম্য করিয়াছি? কাহার উপরেই বা উৎপীড়ন করিয়াছি? কিম্বা আপন চক্ষু অন্ধ করিবার জন্য কাহার হস্ত হইতে উৎকোচ গ্রহণ করিয়াছি? আমি তোমাদিগকে তাহা ফিরাইয়া দিব।