ইয়োব 24:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 যদি এইরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে? কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 যদি এরকম না হয়, কে আমার কথাগুলো মিথ্যা বলে প্রমাণ করবে? কে আমার কথা নিরর্থক বলে দেখাবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 “যদি এরকম না হয়, তবে কে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে ও আমার কথা নিরর্থক করে দিতে পারে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 কেউ কি এ কথা অস্বীকার করতে পারে? আমাদের কথা মিথ্যা বলে কে প্রমাণ করতে পারে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 যদি এরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে? কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 “কিন্তু আমি বলি কে আমাকে ভুল বলে প্রমাণ করতে পারে? এবং আমার কথাগুলো কে ঈশ্বরের কাছে বহন করে নিয়ে যাবে?” অধ্যায় দেখুন |