ইয়োব 24:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তারা বন্ধ্যা ও নিঃসন্তান মহিলাদের শিকারে পরিণত করে, ও বিধবাদের প্রতি তারা কোনও দয়া দেখায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কারণ তারা নিঃসন্তান রমণীদের ঠকিয়েছে, বিধবাদের প্রতি দয়া করেনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 মন্দ লোকরা সন্তানহীন নারীদের আঘাত করে। তারা বিধবা নারীদের সাহায্য করতে অস্বীকার করে। অধ্যায় দেখুন |