ইয়োব 24:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন বরফ-গলা পানিকে, পাতাল তেমনি গুনাহ্গারদেরকে হরণ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যেভাবে উত্তাপ ও খরা গলা বরফ ছিনিয়ে নিয়ে যায়, সেভাবে কবরও যারা পাপ করেছে তাদের ছিনিয়ে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 খরায় ও তাপে যেমন তুষার উবে যায় পাপিষ্ঠেরাও তেমনি জীবলোক থেকে অদৃশ্য হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 শীতের তুষার থেকে খরা এবং তাপ জল শুষে নেয়। একই রকম ভাবে, পাতাল পাপীদের হরণ করে নেয়। অধ্যায় দেখুন |