ইয়োব 23:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আজিও আমার বিলাপ তীব্র; আমার কাতরতা হইতে আমার পীড়া ভারী, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আজও আমার মাতম তীব্র, আমার কাতরতা থেকে আমার অসুখ ভারী, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “আজও আমার বিলাপ তীব্র; আমি গোঙানো সত্ত্বেও তাঁর হাত ভারী হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আজিও আমার বিলাপ তীব্র; আমার কাতরতা হইতে আমার পীড়া ভারী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “আমি আজ পর্যন্ত অভিযোগ করে যাচ্ছি। কেন? কারণ আমি এখনও ভুগছি। অধ্যায় দেখুন |