ইয়োব 22:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তুমি বিধবাদিগকে রিক্ত হস্তে বিদায় করিতে, পিতৃহীনদের বাহু চূর্ণ করা হইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তুমি বিধবাদেরকে খালি হাতে বিদায় করতে, পিতৃহীনদের বাহু চূর্ণ করা হত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আর তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতে, ও পিতৃহীনদের শক্তি চূর্ণ করতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তুমি বিধবাদের শূন্য হাতে বিদায় দিয়েছ, পিতৃহীন অনাথদের সর্বস্ব লুঠ করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তুমি বিধবাদিগকে রিক্তহস্তে বিদায় করিতে, পিতৃহীনদিগের বাহু চূর্ণ করা হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 কিন্তু এমন হতে পারে যে তুমি বিধবাদের কিছু না দিয়েই ফিরিয়ে দিয়েছো। হয়তো বা তুমি অনাথদের প্রতারিত করেছো। অধ্যায় দেখুন |