ইয়োব 22:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তুমি অকারণে নিজের ভাইয়ের কাছ থেকে বন্ধক নিতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করতে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অকারণে তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে জামানত চেয়েছ; তুমি লোকদের পরনের পোশাক কেড়ে নিয়েছ, তাদের উলঙ্গ করে ছেড়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তুমি তোমার ভাইদের কাছ থেকে তাদের দেনা উশুল করার জন্য তাদের পরণের কাপড়টুকুও কেড়ে নিয়েছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে, তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 হতে পারে তোমার কোন ভাইকে টাকা ধার দিয়েছিলে, এবং সে যে তোমাকে তা ফেরৎ দেবে তা প্রমাণ করার জন্য তোমাকে কিছু দেওয়ার জন্য তুমি তাকে বাধ্য করেছিলে। তুমি হয়তো ঋণের বন্ধক হিসেবে কোন দরিদ্র মানুষের বস্ত্র নিয়েছিলে। হয়তো অকারণেই তুমি এসব করেছিলে। অধ্যায় দেখুন |