ইয়োব 22:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 যে ব্যক্তি নির্দোষ নয়, তাহাকেও তিনি উদ্ধার করিবেন, তোমার হস্তের শুচিতায় সে উদ্ধার পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 যে ব্যক্তি নির্দোষ নয়, তাকেও তিনি উদ্ধার করবেন, তোমার হাতের পাক-পবিত্রতায় সে উদ্ধার পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 যে নির্দোষ নয় তিনি তাকেও উদ্ধার করবেন, তোমার হাতের পরিচ্ছন্নতায় সে উদ্ধার পাবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তিনি নিরীহ লোকদের উদ্ধার করেন, তোমার আচরণ যদি নিখুঁত হয় তাহলে তিনি তোমাকেও উদ্ধার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 যে ব্যক্তি নির্দ্দোষ নয়, তাহাকেও তিনি উদ্ধার করিবেন, তোমার হস্তের শুচিতায় সে উদ্ধার পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তখন তুমি যারা ভুল করে তাদের সাহায্য করতে পারবে। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং তিনি তাদের ক্ষমা করে দেবেন। কেন? কারণ তুমি শুচি-শুদ্ধ হয়ে যাবে।” অধ্যায় দেখুন |