Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 নিবিড় মেঘ তাহার অন্তরাল, তিনি দেখেন না, তিনি গগনমণ্ডলে বিহার করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 নিবিড় মেঘ তার অন্তরাল, তিনি দেখেন না, তিনি আসমানের উপরে ঘুরে বেড়ান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 ঘন মেঘ তাঁকে আড়াল করে রাখে, তাই তিনি আমাদের দেখতে পান না যেহেতু তিনি খিলানযুক্ত আকাশমণ্ডলে বিচরণ করেন।’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ঘন কালো মেঘ তাঁকে আবৃত করেছে, তিনি তাই কিছু দেখতে পান না। আকাশ মণ্ডলের উপরে তাঁর বিচরণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 নিবিড় মেঘ তাঁহার অন্তরাল, তিনি দেখেন না, তিনি গগনমণ্ডলে বিহার করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 ঘন মেঘ আমাদের থেকে তাঁকে আড়াল করে, যেহেতু তিনি আকাশ সীমার ওপর বহির্দেশে বিচরণ করেন তাই তিনি আমাদের দেখতে পান না।’

অধ্যায় দেখুন কপি




ইয়োব 22:14
10 ক্রস রেফারেন্স  

মেঘ ও অন্ধকার তাঁহার চারিদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও বিচার তাঁহার সিংহাসনের ভিত্তিমূল।


সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে, আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত্য ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন।


তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে।


এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নাই, যেখানে অধর্মাচারিগণ লুকাইতে পারে।


তিনি নিজ সিংহাসনের মুখ আচ্ছাদন করেন, আপন মেঘ দ্বারা তাহা আবৃত করেন।


তিনিই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট; তন্নিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ; তিনি চন্দ্রাতপের ন্যায় আকাশমণ্ডল বিস্তার করেন, বাসতাম্বুর ন্যায় তাহা টাঙ্গাইয়া দেন।


তিনি আকাশে আপন উচ্চ কক্ষ সকল নির্মাণ করিয়াছেন, পৃথিবীর ঊর্ধ্বে আপন চন্দ্রাতপ স্থাপন করিয়াছেন; তিনি সমুদ্রের জলসমূহকে ডাকিয়া স্থলের উপরে ঢালিয়া দেন; সদাপ্রভু তাঁহার নাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন