ইয়োব 22:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 কিন্তু তুমি কহিতেছ, ঈশ্বর কি জানেন? অন্ধকারে থাকিয়া তিনি কি শাসন করেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু তুমি বলছো, আল্লাহ্ কি জানেন? অন্ধকারে থেকে তিনি কি শাসন করেন? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তবুও তুমি বলো, ‘ঈশ্বর কী-ই বা জানেন? এ ধরনের অন্ধকার দিয়ে তিনি কি বিচার করেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সেই জন্যই তুমি বল: ঈশ্বর কি জানেন? তিনি তো কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছেন, তিনি কি করে আমাদের বিচার করবেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু তুমি কহিতেছ, ঈশ্বর কি জানেন? অন্ধকারে থাকিয়া তিনি কি শাসন করেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু ইয়োব তুমি বলেছিলে, ‘ঈশ্বর কি জানেন? ঈশ্বর কি কালো মেঘের ভেতর দিয়ে দেখতে পান এবং আমাদের বিচার করতে পারেন? অধ্যায় দেখুন |