Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য হইবে না কেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমার কাতরোক্তি কি মানুষের কাছে? আমার মন অধৈর্য হবে না কেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “আমার অভিযোগ কি কোনও মানুষের বিরুদ্ধে? আমি কেন অধৈর্য হব না?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমার অভিযোগ কোন মানুষের বিরুদ্ধে নয়, আমি কেন অধৈর্য হব না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য্য হইবে না কেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “আমি লোকের নামে অভিযোগ করছি না। আমার অসহিষ্ণুতার যথেষ্ট কারণ আছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:4
13 ক্রস রেফারেন্স  

হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।


তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে; তোমরা এখানে থাক, আমার সঙ্গে জাগিয়া থাক।


হে সদাপ্রভু, আমার প্রার্থনা শুন, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হউক।


আমার বল কি যে, প্রতীক্ষা করিতে পারি? আমার পরিণাম কি যে, সহিষ্ণু হইতে পারি?


আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করিবেন না; বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা কহিতেছিলাম।


পরে মোশি ইস্রায়েল-সন্তানদিগকে তদনুসারে কহিলেন, কিন্তু তাহারা মনের অধৈর্য ও কঠিন দাস্যকর্ম হেতু মোশির বাক্যে মনোযোগ করিল না।


সেই জন্য কি আমার অপরাধের অনুসন্ধান করিতেছ, আমার পাপের অন্বেষণ করিতেছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন