Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

32 আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 আর সে কবরে নীত হবে, লোকে তার কবর-স্থান পাহারা দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 তাদের কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, ও তাদের সমাধিতে পাহারা বসানো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 সে কবরে গেলে তার কবরে পাহারা বসানো হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, তার কবরের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:32
6 ক্রস রেফারেন্স  

কালক্রমে ঐ কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন।


তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিগকে চরাইবে; সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে; তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোন বসতিস্থান আর থাকিবে না।


তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্মের ফল তাহাকে কে দিবে?


তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে, তাহার পূর্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।


কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, একজন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন