ইয়োব 21:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আর কেহ বা প্রাণে তিক্ত হইয়া মরে, মঙ্গলের আস্বাদ পায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর কেউ বা প্রাণে তিক্ত হয়ে মরে, মঙ্গলের আস্বাদ পায় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 অন্য কেউ আবার প্রাণের তিক্ততা নিয়েই মারা যায়, কখনও ভালো কোনো কিছুর স্বাদ না পেয়েই মারা যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 অন্যেরা প্রাণের তিক্ততা নিয়েই মরে ভাল কিছুর স্বাদ তারা জীবনে পায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর কেহ বা প্রাণে তিক্ত হইয়া মরে, মঙ্গলের আস্বাদ পায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 কিন্তু অন্য একজনও কঠোর জীবন সংগ্রামের পর দুঃখী হৃদয় নিয়ে মারা গেল। সে কোন দিনই ভালো কিছু উপভোগ করতে পারে নি। অধ্যায় দেখুন |