ইয়োব 20:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 ইহাই ঈশ্বর হইতে দুষ্ট মনুষ্যের লভ্য অংশ, ইহাই ঈশ্বর নিরূপিত তাহার অধিকার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 এটাই আল্লাহ্ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্ নিরূপিত তার অধিকার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 দুষ্ট লোকেদের এই হল ঈশ্বর-নিরূপিত পরিণতি, ঈশ্বর দ্বারা এই উত্তরাধিকারই তাদের জন্য নিরূপিত হয়ে আছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 এই-ই হল ঈশ্বরের হাতে দুষ্টের পুরস্কার এই-ই হল তার ঈশ্বর নির্ধারিত চরম প্রাপ্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 ইহাই ঈশ্বর হইতে দুষ্ট মনুষ্যের লভ্য অংশ, ইহাই ঈশ্বর নিরূপিত তাহার অধিকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 মন্দ লোকদের প্রতি ঈশ্বর এমনটাই করবেন। ওদের দেওয়ার জন্য এটাই ঈশ্বরের পরিকল্পনা।” অধ্যায় দেখুন |