ইয়োব 20:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 তাহার বাটীর সম্পত্তি উড়িয়া যাইবে, তাহা ঈশ্বরের ক্রোধের দিনে গলিয়া যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে, তা আল্লাহ্র ক্রোধের দিনে গলে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 বন্যা এসে তার বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে, ঈশ্বরের ক্রোধের দিনে বেগে ধাবমান জলস্রোত নেমে আসবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তার সমস্ত ধনসম্পদ ভেসে যাবে ঈশ্বরের ক্রোধের বন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহার বাটীর সম্পত্তি উড়িয়া যাইবে, তাহা ঈশ্বরের ক্রোধের দিনে গলিয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ঈশ্বরের ক্রোধর বন্যায় ওর বাড়ী ধুয়ে মুছে চলে যাবে। অধ্যায় দেখুন |