ইয়োব 19:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 দেখ, আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এমন কি যখন আমার প্রতি অন্যায় হচ্ছে বলে কান্নাকাটি করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হচ্ছে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “যদিও আমি আর্তনাদ করে বলি, ‘হিংস্রতা!’ তাও আমি কোনও সাড়া পাই না; যদিও আমি সাহায্যের জন্য চিৎকার করি, তাও কোথাও ন্যায়বিচার নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমি অত্যাচারের প্রতিবাদে আর্তনাদ করি কিন্তু সেই আর্তনাদ কেউ শোনে না, আমি চীৎকার করে উঠি কিন্তু ন্যায় বিচার কোথাও নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 দেখ, আমি অন্যায়প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্ত্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি চিৎকার করি, ‘ও আমায় আঘাত করেছে!’ কিন্তু আমি কোন উত্তর পাই না। এমনকি যদি আমি সাহায্যের জন্য উচ্চস্বরে ডাক দিই, সুবিচার হয় না। অধ্যায় দেখুন |