Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 দেখ, আমি অন্যায় প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এমন কি যখন আমার প্রতি অন্যায় হচ্ছে বলে কান্নাকাটি করি, উত্তর পাই না; আর্তনাদ করি, কিন্তু বিচার হচ্ছে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “যদিও আমি আর্তনাদ করে বলি, ‘হিংস্রতা!’ তাও আমি কোনও সাড়া পাই না; যদিও আমি সাহায্যের জন্য চিৎকার করি, তাও কোথাও ন্যায়বিচার নেই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 আমি অত্যাচারের প্রতিবাদে আর্তনাদ করি কিন্তু সেই আর্তনাদ কেউ শোনে না, আমি চীৎকার করে উঠি কিন্তু ন্যায় বিচার কোথাও নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 দেখ, আমি অন্যায়প্রযুক্ত ক্রন্দন করি, উত্তর পাই না; আর্ত্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমি চিৎকার করি, ‘ও আমায় আঘাত করেছে!’ কিন্তু আমি কোন উত্তর পাই না। এমনকি যদি আমি সাহায্যের জন্য উচ্চস্বরে ডাক দিই, সুবিচার হয় না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:7
20 ক্রস রেফারেন্স  

আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি, তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন।


তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?


দেখুন, ইয়োব বলিলেন, আমি ধার্মিক, কিন্তু আমার যাহা ন্যায্য, ঈশ্বর তাহা হরণ করিয়াছেন;


আমি তোমার কাছে আর্তনাদ করি, তুমি উত্তর দেও না; আমি দাঁড়াইয়া থাকি, তুমি আমার প্রতি দৃষ্টিমাত্র করিতেছ।


দেখ, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সঙ্কল্প সকল জানি।


যতবার আমি কথা কহি, ততবার চেঁচাইয়া উঠি; দৌরাত্ম্য ও লুটপাট বলিয়া চেঁচাই; সদাপ্রভুর বাক্য প্রযুক্ত সমস্ত দিন আমাকে টিট্‌কারি দেওয়া ও বিদ্রূপ করা হয়।


হে আমার ঈশ্বর, আমি দিবসে আহ্বান করি, কিন্তু তুমি উত্তর দেও না; রাত্রিতেও [ডাকি], আমার বিরাম হয় না।


যেন তিনি ঈশ্বরের কাছে মনুষ্যের পক্ষে কথা কহেন, বন্ধুর কাছে মনুষ্য-সন্তানের পক্ষে কথা কহেন।


এটি কি ভাল যে, তুমি উপদ্রব করিবে? তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করিবে? দুষ্টগণের মন্ত্রণায় প্রসন্ন হইবে?


কেননা তিনি আমার ন্যায় মনুষ্য নহেন যে, তাঁহাকে উত্তর দিই, যে, তাঁহার সহিত একই বিচারস্থানে যাইতে পারি;


পৃথিবী দুর্জনের হস্তে সমর্পিত হইয়াছে, তিনি তাহার বিচারকর্তাদের মুখ আচ্ছাদন করেন, যদি না করেন, তবে এই কর্ম কে করে?


পড়িবার সময়ে লোক কি হস্ত বিস্তার করে না? বিনাশকালে কি সেইজন্য আর্তনাদ করে না?


বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি, আমি সমাজে উঠিয়া দাঁড়াই, আর্তনাদ করি।


কিন্তু তুমিই পবিত্র, ইস্রায়েলের প্রশংসাকলাপ তোমার সিংহাসন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন