Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 এই দশবার আমাকে তিরস্কার করেছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এই নিয়ে দশবার তোমরা আমাকে গঞ্জনা দিয়েছ; নির্লজ্জভাবে আমাকে আক্রমণ করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 বার বার তোমরা আমাকে গঞ্জনা দিচ্ছ, আমার সঙ্গে এভাবে অন্যায় ব্যবহার করতে তোমাদের কি লজ্জা হয় না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এখন তোমরা আমাকে দশবার অপমান করেছো। আমায় আক্রমণের সময় তোমরা লজ্জার লেশমাত্র দেখাও নি!

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:3
19 ক্রস রেফারেন্স  

তথাপি তোমাদের পিতা আমাকে প্রবঞ্চনা করিয়া দশ বার আমার বেতন অন্যথা করিয়াছেন; কিন্তু ঈশ্বর তাঁহাকে আমার ক্ষতি করিতে দেন নাই।


আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।


আমি হইয়াছি আমার ভ্রাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়।


আমার নিশ্বাস আমার ভার্যার ঘৃণিত, আমার আর্তস্বর আমার সহোদরগণের ঘৃণিত।


আর তাহাদের নিকটবাসী যিহূদীরা সর্বস্থান হইতে আসিয়া দশ বার আমাদিগকে বলিল, তোমাদিগকে আমাদের কাছে ফিরিয়া আসিতে হইবে।


হস্তে অধর্ম থাকিলে যদি তাহা দূর কর, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও;


তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?


তাই যত লোক আমার প্রতাপ এবং মিসরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন-কার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই;


আমি তোমাদের অন্নরূপ যষ্ঠি ভাঙ্গিলে দশ জন স্ত্রীলোক এক তুন্দুরে তোমাদের রুটি পাক করিবে, ও তোমাদের রুটি তৌল করিয়া তোমাদিগকে দিবে, কিন্তু তোমরা তাহা খাইয়া তৃপ্ত হইবে না।


তখন যোষেফ আপন ভ্রাতাদিগকে দেখিয়া চিনিলেন, কিন্তু তাঁহাদের নিকটে অপরিচিতের ন্যায় ব্যবহার করিলেন, ও কর্কশভাবে তাঁহাদের সঙ্গে কথা কহিলেন। তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাঁহারা কহিলেন, কনান দেশ হইতে খাদ্যদ্রব্য কিনিতে আসিয়াছি।


তোমরা কতক্ষণ আমার প্রাণে ক্লেশ দিবে? বাক্যের আঘাতে আমাকে চূর্ণ করিবে?


যাহা হউক, যদি আমি ভ্রম করিয়া থাকি, তবে সেই ভুলের ফল আমারই।


আমি নিজ অপমানসূচক উপদেশ শুনিলাম, আমার বুদ্ধি হইতে আত্মা আমাকে উত্তর যোগায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন