ইয়োব 19:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 আর আমার চর্ম এইরূপে বিনষ্ট হইলে পর, তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর আমার চামড়া এভাবে বিনষ্ট হওয়ার পর, তবু আমি মাংসবিহীন হয়ে আল্লাহ্কে দেখব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আর আমার ত্বক নষ্ট হয়ে যাওয়ার পরেও, আমার এই মরদেহেই আমি ঈশ্বরের দর্শন পাব; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 রোগে আমার দেহ গলে ক্ষয় হলেও এই দেহেই আমি ঈশ্বরকে দর্শন করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর আমার চর্ম্ম এইরূপে বিনষ্ট হইলে পর, তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমি আমার দেহ ত্যাগ করে চলে যাবার পরে এবং আমার দেহের চামড়া নষ্ট হওয়ার পরেও আমি ঈশ্বরকে দেখবো, আমি তা জানি। অধ্যায় দেখুন |