ইয়োব 19:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 যদি লৌহ-লেখনী ও সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্ত কাল থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 যদি লোহার লেখনী ও সীসা দ্বারা পাষাণে খোদাই-করা হয়ে অনন্তকাল থাকে! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যদি সেগুলি লোহার এক যন্ত্র দিয়ে সীসায় খোদাই করে রাখা যেত, বা পাষাণ-পাথরে চিরতরে অন্তর্লিখিত করে রাখা যেত! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 যদি কেউ তা পাথরের বুকে খোদাই করে রাখত চিরকালের জন্য! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যদি লৌহ-লেখনী ও সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্ত কাল থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমার কথাগুলি যেন সীসা ও লৌহশলাকা দিয়ে পাথরে খোদাই করা থাকে যাতে কথাগুলো চিরদিন থাকে। অধ্যায় দেখুন |