Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 যদি লৌহ-লেখনী ও সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্ত কাল থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 যদি লোহার লেখনী ও সীসা দ্বারা পাষাণে খোদাই-করা হয়ে অনন্তকাল থাকে!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 যদি সেগুলি লোহার এক যন্ত্র দিয়ে সীসায় খোদাই করে রাখা যেত, বা পাষাণ-পাথরে চিরতরে অন্তর্লিখিত করে রাখা যেত!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 যদি কেউ তা পাথরের বুকে খোদাই করে রাখত চিরকালের জন্য!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 যদি লৌহ-লেখনী ও সীসা দ্বারা পাষাণে তক্ষিত হইয়া অনন্ত কাল থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 আমার কথাগুলি যেন সীসা ও লৌহশলাকা দিয়ে পাথরে খোদাই করা থাকে যাতে কথাগুলো চিরদিন থাকে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:24
8 ক্রস রেফারেন্স  

যিহূদার পাপ লৌহলেখনী ও হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্তফলকে ও তাহাদের যজ্ঞবেদির শৃঙ্গে তাহা ক্ষোদিত হইয়াছে।


আর সেই প্রস্তরের উপরে এই ব্যবস্থার সমস্ত বাক্য অতি স্পষ্টরূপে লিখিবে।


সেই প্রস্তরফলক ঈশ্বরের নির্মিত, এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদিত।


এই মণি ইস্রায়েলের পুত্রদের নাম অনুযায়ী হইবে, তাহাদের নামানুসারে দ্বাদশটি হইবে; মুদ্রার ন্যায় খোদিত প্রত্যেক মণিতে ঐ দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম থাকিবে।


আহা, আমার কথা সকল যদি লিখিত হয়। সেই সকল যদি পুস্তকে বিরচিত হয়,


কিন্তু আমি জানি, আমার মুক্তিকর্তা জীবিত; তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন