Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 19:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 আমার চর্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, আমি দন্তের চর্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আমার চামড়ায় ও মাংসে অস্থি সংলগ্ন হয়েছে, আমি দন্তের চামড়াবিশিষ্ট হয়ে বেঁচে আছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 অস্থিচর্ম ছাড়া আমি আর কিছুই নই; শুধু দাঁতের চর্মবিশিষ্ট হয়েই আমি বেঁচে আছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আমি অস্থিচর্মসার হয়েছি বেঁচে আছি কোনমতে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আমার চর্ম্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, আমি দন্তের চর্ম্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 “আমি এতই শীর্ণ হয়েছি যে আমার হাড়ে আমার চামড়া ঝুলছে। খুবই সামান্য জীবন আমাতে অবশিষ্ট আছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 19:20
15 ক্রস রেফারেন্স  

আমার হাহাকার শব্দপ্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে।


তাঁহাদের মুখ কালি হইতেও কালো হইয়া পড়িয়াছে; পথে তাঁহাদিগকে চেনা যায় না; তাঁহাদের চর্ম অস্থিতে সংলগ্ন হইয়াছে; তাহা কাষ্ঠবৎ শুষ্ক হইয়াছে।


আমাদের চর্ম তুন্দুরের ন্যায় জ্বলে, দুর্ভিক্ষের জ্বলন্ত তাপের কারণে।


তিনি আমার মাংস ও চর্ম জীর্ণ করিয়াছেন; আমার অস্থি সকল ভগ্ন করিয়াছেন।


কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে;


তোমার কোপহেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপহেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই।


আমার চর্ম কৃষ্ণবর্ণ হইয়াছে, খসিয়া পড়িতেছে, আমার অস্থি তাপে দগ্ধ হইয়াছে।


কীট ও মাটির ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।


তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দিই; তথাপি ইহা জানিও যে, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল।


তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে; আমার মুখের উপরে প্রমাণ দিতেছে।


আমি প্রান্তরস্থ পানিভেলার তুল্য হইয়াছি, উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন