ইয়োব 18:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 সত্যই, অন্যায়ীদের বসতি এইরূপ; যে ঈশ্বরকে জানে না, তাহার এই দশা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সত্যিই, অন্যায়কারীদের বসতি এরকম; যে আল্লাহ্কে জানে না, তার দশা এ রকমই হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 নিঃসন্দেহে এই হল দুষ্টলোকের বসতি; যারা ঈশ্বরকে জানে না, এই হল তাদের অবস্থানস্থল।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এই-ই হল দুর্জনের পরিণতি ঈশ্বরকে যারা গ্রাহ্য করে না তাদের সকলেরই হবে এই পরিণাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সত্যই, অন্যায়ীদের বসতি এই রূপ; যে ঈশ্বরকে জানে না, তাহার এই দশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 দুষ্ট লোকদের বাড়িতে সেটা প্রকৃতই ঘটবে। যারা ঈশ্বর সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না তাদের ঠিক এই রকমই ঘটবে!” অধ্যায় দেখুন |
আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।