ইয়োব 18:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তাহার অসমপর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তার সঙ্গে সম্পর্কহীনেরা তার তাঁবুতে বাস করবে, তার বাসস্থানে গন্ধক ছড়ান যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তার তাঁবুতে আগুন বসবাস করে; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তার তাঁবুতে বাস করবে অন্য লোক যার সঙ্গে তার কোন সম্পর্ক নেই, জীবাণুমুক্ত করার জন্য তার বাসস্থানে ছড়ান হবে গন্ধক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তার ঘরে কিছুই পড়ে থাকবে না। কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে। অধ্যায় দেখুন |