ইয়োব 17:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যদি ক্ষয়কে বলে থাকি, তুমি আমার পিতা, কীটকে বলে থাকি, তুমি আমার মা ও বোন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’ ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কবরকে আমি পিতা বলে ডাকব যে কীট আমাকে ভক্ষণ করবে, তাকেই বলব আমি ‘আমার মা, আমার বোন’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা, কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমি কবরকে বলতে পারি, ‘তুমিই আমার পিতা,’ এবং কৃমিকীটদের বলতে পারি, ‘আমার মা’ ও ‘আমার বোন।’ অধ্যায় দেখুন |