Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 17:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমার জীবন শেষ হয়েছে, আমার আয়ু আসন্ন, কবর আমার জন্য প্রস্তুত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে, আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে, কবর আমার জন্য অপেক্ষা করে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমার জীবনের অন্তিমকাল আসন্ন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার সমাধিগহ্বর ছাড়া আমার জন্য বাকী আর কিছু নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “আমার হৃদয় ভগ্ন হয়েছে, আমি প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত। আমার জীবন প্রায় শেষ হয়ে এসেছে। কবর আমার জন্য অপেক্ষা করছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 17:1
10 ক্রস রেফারেন্স  

কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না; করিলে আত্মা, এবং আমার নির্মিত প্রাণী সকল, আমার সম্মুখে মূর্চ্ছাপন্ন হইবে।


পরে ইয়োব আর একশত চল্লিশ বৎসর জীবিত থাকিয়া তাঁহার পুত্র পৌত্রাদি চারি পুরুষ পর্যন্ত দেখিলেন।


আমার নিশ্বাস আমার ভার্যার ঘৃণিত, আমার আর্তস্বর আমার সহোদরগণের ঘৃণিত।


আমার বল কি যে, প্রতীক্ষা করিতে পারি? আমার পরিণাম কি যে, সহিষ্ণু হইতে পারি?


তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়।


কেননা আর কয়েক বৎসর গত হইলে যে পথে গেলে আমি ফিরিব না, সেই পথে যাইব।


আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভগ্ন, আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন