Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 আমি এইরূপ অনেক কথা শুনিয়াছি; তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি এরকম অনেক কথা শুনেছি; তোমরা সকলে কষ্টদায়ক সান্ত্বনাকারী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “আমি এই ধরনের অনেক কথা শুনেছি; তোমরা শোচনীয় সান্ত্বনাকারী, তোমরা সবাই!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমি এ রকম কথা শুনেছি তোমাদের এই সান্ত্বনা আমার পক্ষে যন্ত্রণাস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি এরূপ অনেক কথা শুনিয়াছি; তোমরা সকলে কষ্টজনক সান্ত্বনাকারী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “আমি এইসব কথা আগেই শুনেছি। তোমরা তিন জন আমাকে কষ্টই দিলে, স্বস্তি নয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:2
12 ক্রস রেফারেন্স  

হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক,


ইহারা প্রেমে করিতেছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রহিয়াছি।


কেননা তাহারা তাহাকেই তাড়না করে, যাহাকে তুমি প্রহার করিয়াছ, তাহাদেরই ব্যথা বর্ণনা করে, যাহাদিগকে তুমি আঘাত করিয়াছ।


ন্যায্য বাক্য কেমন প্রবল! কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?


যাহার স্বাদ নাই, তাহা কি লবণ বিনা ভোজন করা যায়? ডিম্বের লালার কি কিছু আস্বাদ আছে?


পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন,


তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা করিতেছ? তোমাদের উত্তরে ত কেবল অসত্য রহিয়াছে।


তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন