ইয়োব 16:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 পৃথিবী! আমার রক্ত আচ্ছাদন করিও না; আমার ক্রন্দন যেন বিশ্রামস্থান না পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 হে দুনিয়া! তুমি আমার রক্ত আচ্ছাদন করো না; আমার ক্রন্দনে নীরব থেক না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “হে পৃথিবী, আমার রক্ত ঢেকে রেখো না; আমার কান্না যেন কখনও বিশ্রামে শায়িত না হয়! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ওগো ধরিত্রী! আমার রক্তধারা তুমি ঢেকে দিও না। ন্যায় বিচারের জন্য আমার এ কান্না যেন স্তব্ধ না হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পৃথিবী! আমার রক্ত আচ্ছাদন করিও না; আমার ক্রন্দন যেন বিশ্রামস্থান না পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “আমার প্রতি যে অন্যায় ঘটেছে, হে পৃথিবী, তুমি তা গোপন করো না। ন্যায়ের জন্য আমার আর্তিকে স্তব্ধ হতে দিও না। অধ্যায় দেখুন |