Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 16:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কাঁদতে কাঁদতে আমার মুখ বিকৃত হয়েছে, ঘন অন্ধকার আমার চোখের পাতার উপরে আছে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 কেঁদে কেঁদে আমার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে, আমার চোখের চারপাশে কালি পড়েছে;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কেঁদে কেঁদে রক্তিম হয়েছে আমার মুখ, ফুলে গেছে চোখ, চোখের কোলে পড়েছে গভীর কালিমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমার মুখ রোদনে বিকৃত হইয়াছে, মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 কেঁদে কেঁদে আমার মুখ লাল হয়ে গেছে। আমার চোখে ঘন অন্ধকার নেমে এসেছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 16:16
14 ক্রস রেফারেন্স  

তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে; তোমরা এখানে থাক, আর জাগিয়া থাক।


এই কারণ আমি ক্রন্দন করিতেছি; আমার চক্ষু, আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন; আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে।


মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত,


বস্তুতঃ আমি খাদ্যের ন্যায় ভস্ম খাইয়াছি, আমার পেয় দ্রব্যের সহিত নেত্রজল মিশাইয়াছি।


আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কন্ঠ শুষ্ক হইয়াছে; আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে।


আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম।


সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।


আমার চক্ষু মনস্তাপে নিস্তেজ হইয়াছে, আমার সর্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে।


মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম।


আমার মিত্রবর্গ আমাকে বিদ্রূপ করে; ঈশ্বরের উদ্দেশে আমার চক্ষু অশ্রুপাত করে;


প্রাতঃকাল তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার ন্যায়, কারণ তাহারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন