ইয়োব 16:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আমি নিজ চর্মের উপরে চট বুনিয়াছি, ধুলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমি নিজের চামড়ার উপরে চট পরেছি, ধুলাতে আমার মাথা কলুষিত করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনে নিয়েছি ও আমার ললাটটি ধুলোতে সমাধিস্থ করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমি শোকাচ্ছন্ন, ধারণ করেছি চটের বস্ত্র পরাজিত আমি, বসে আছি আজ ধূলার আসরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমি নিজ চর্ম্মের উপরে চট বুনিয়াছি, ধূলাতে আপন শৃঙ্গ কলুষিত করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “আমি নিদারুণ ভাবে দুঃখী, তাই আমি এই দুঃখের বস্ত্র পরেছি। আমি এই ধূলো ও ছাইয়ের ওপর বসে অনুভব করি যে আমি পরাজিত। অধ্যায় দেখুন |