ইয়োব 15:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 সে ভ্রান্ত হইয়া অলীকতায় বিশ্বাস না করুক, কেননা অলীকতাই তাহার বেতন হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 সে ভ্রান্ত হয়ে শূন্যতায় বিশ্বাস না করুক, কেননা অসারতাই তার বেতন হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 মূল্যহীন কোনো কিছুতে আস্থা স্থাপন করে সে নিজেকে প্রতারিত না করুক, যেহেতু তার পরিবর্তে সে কিছুই পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 অসার অলীক বস্তুতে নির্ভর করে সে নিজেকে প্রতারণা না করুক, বিনিময়ে সে কিছুই পাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 সে ভ্রান্ত হইয়া অলীকতায় বিশ্বাস না করুক, কেননা অলীকতাই তাহার বেতন হইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 দুষ্ট লোকরা অর্থহীন বিষয়ের ওপর কখনো নির্ভর করে না যা তাদের বিপথে নিয়ে যাবে। কেন? কারণ তারা কিছুই পাবে না। অধ্যায় দেখুন |