Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 [জ্ঞানীগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 জ্ঞানীরা তা প্রকাশ করেছেন, তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 জ্ঞানবানেরা যা ঘোষণা করেছিলেন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কোনো কিছুই লুকিয়ে রাখেননি:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রাজ্ঞ ব্যক্তিরা তাঁদের পূর্বপুরুষের কাছে যা শিখেছিলেন সেই সত্য আমাকেও শিখিয়েছেন, তাঁদের পূর্বপুরুষেরা কোন কথাই গোপন করেন নি। তাঁদের দেশ ছিল বিদেশী প্রভাবমুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 (জ্ঞানিগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 জ্ঞানী লোকরা আমাকে যা বলেছেন সেই সব কথা আমি তোমায় বলবো। জ্ঞানী লোকের পূর্বপুরুষরা এই কথাগুলো তাঁদের বলে গিয়েছিলেন। তাঁরা আমার কাছে কোন গোপন কথা লুকিয়ে রাখেননি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:18
8 ক্রস রেফারেন্স  

বিনয় করি, তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা কর, তাহাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।


জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অদ্য করিতেছি; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে।


হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।


পক্বকেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন, তাঁহারা তোমার পিতা হইতেও বৃদ্ধ।


আমি তোমাকে বলি, আমার কথা শুন, আমি যাহা দেখিয়াছি তাহা প্রচার করিব।


কেবল তাঁহাদিগকেই দেশ দত্ত হইয়াছিল, তাঁহাদের মধ্যে অপর লোক ভ্রমণ করিত না।]


তুমি কি ইহা জান না যে, কালের আরম্ভাবধি, পৃথিবীতে মনুষ্যের স্থাপনাবধি,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন