ইয়োব 15:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 [জ্ঞানীগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 জ্ঞানীরা তা প্রকাশ করেছেন, তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 জ্ঞানবানেরা যা ঘোষণা করেছিলেন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কোনো কিছুই লুকিয়ে রাখেননি: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 প্রাজ্ঞ ব্যক্তিরা তাঁদের পূর্বপুরুষের কাছে যা শিখেছিলেন সেই সত্য আমাকেও শিখিয়েছেন, তাঁদের পূর্বপুরুষেরা কোন কথাই গোপন করেন নি। তাঁদের দেশ ছিল বিদেশী প্রভাবমুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 (জ্ঞানিগণ তাহা প্রকাশ করিয়াছেন, আপনাদের পিতৃলোক হইতে পাইয়া গুপ্ত রাখেন নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 জ্ঞানী লোকরা আমাকে যা বলেছেন সেই সব কথা আমি তোমায় বলবো। জ্ঞানী লোকের পূর্বপুরুষরা এই কথাগুলো তাঁদের বলে গিয়েছিলেন। তাঁরা আমার কাছে কোন গোপন কথা লুকিয়ে রাখেননি। অধ্যায় দেখুন |