Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 15:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ সব ভুয়ো কথা ইয়োব, সব অসার কথা!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তখন তেমনের ইলীফস ইয়োবকে উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি




ইয়োব 15:1
7 ক্রস রেফারেন্স  

ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।


পরে ইয়োবের প্রতি ঘটিত ঐ সকল বিপদের কথা তাঁহার তিন জন মিত্রের কর্ণগোচর হইলে তাঁহারা প্রত্যেকে আপন আপন স্থান হইতে আসিলেন; তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর একপরামর্শ হইয়া তাঁহার সহিত শোক ও তাঁহাকে সান্ত্বনা করিবার জন্য তাঁহার নিকটে আগমন করিতে স্থির করিলেন।


তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম করিলেন; আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন।


পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,


পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,


কেবল তাহার নিজের মাংস ব্যথিত হয়, তাহার নিজ প্রাণ ব্যাকুল হয়।


জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন