ইয়োব 14:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কারণ গাছের আশা আছে, ছিন্ন হলে তা পুনর্বার পল্লবিত হবে, তার কোমল শাখার অভাব হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “এমনকি একটি গাছেরও আশা আছে: সেটিকে কেটে ফেলা হলেও, তা আবার অঙ্কুরিত হয়, ও তার নতুন শাখার অভাব হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কারণ একটা গাছেরও জীবনের আশা আছে, তাকে কেটে ফেলা হলেও সে আবার পল্লবিত হয়, তার পাশ থেকে উদ্গত হয় কোমল শাখা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্ব্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “এমনকি একটা গাছেরও আশা আছে। যদি না তাকে কেটে ফেলা হয় তা আবার বড় হতে পারে। তা আবার নতুন অঙ্কুর ছড়িয়ে দিতে পারে। অধ্যায় দেখুন |