Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 14:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তবু তুমি কি এই রকম প্রাণীর প্রতি চোখ মেলবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাদের উপরে তুমি কি তোমার চোখ স্থির করবে? বিচারের জন্য তুমি কি তাদের তোমার সামনে নিয়ে আসবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমার মত এমন একটি মানুষের দিকে তুমি কি চোখ মেলে তাকাবে? আমাকে পরীক্ষা করবে? বিচার করবে আমার?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কিন্তু যদিও আমি নেহাতই একটি মানুষ মাত্র, আপনি আমার ওপর মনোযোগ দেন এবং আমাকে আদালতে নিয়ে যান।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 14:3
10 ক্রস রেফারেন্স  

হে সদাপ্রভু, মনুষ্য কি যে তুমি তাহার পরিচয় লও? মর্ত্যের সন্তান কি যে তুমি তাহাকে গণ্য কর?


তোমার দাসকে বিচারে আনিও না, তোমার সাক্ষাতে ত কোন প্রাণী ধার্মিক নয়।


[বলি,] মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর?


আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে; যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়।


তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।


তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?


কেননা তিনি আমার ন্যায় মনুষ্য নহেন যে, তাঁহাকে উত্তর দিই, যে, তাঁহার সহিত একই বিচারস্থানে যাইতে পারি;


তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন, সেই জন্য কি তোমার সহিত বিচারে প্রবৃত্ত হন?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন