ইয়োব 14:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সে ফুলের মত প্রস্ফুটিত হয়ে ম্লান হয়, সে ছায়ার মত চলে যায়, স্থির থাকে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ফুলের মতো তারা ফোটে ও শুকিয়েও যায়; দ্রুতগামী ছায়ার মতো, তারা মিলিয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ফুলের মতই সেও শুকিয়ে যায় অচিরেই, মিলিয়ে যায় ছায়ার মত। স্থির থাকে না কখনও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 মানুষের জীবন ফুলের মত। সে তাড়াতাড়ি বড় হয় এবং তারপর মারা যায়। মানুষের জীবন একটা ছায়ার মত যা অল্পক্ষণের জন্য এখানে থাকে এবং তারপর আবার চলে যায়। অধ্যায় দেখুন |