ইয়োব 13:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখিতেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাইতেছ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাচ্ছ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছ ও আমাকে আমার যৌবনকালীন পাপের ফলভোগ করাচ্ছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ রাশি লিপিবদ্ধ করেছ। আমার যৌবনের অপরাধের বোঝাও আমার উপর চাপিয়েছ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখিতেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাইতেছ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন। যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন। অধ্যায় দেখুন |