ইয়োব 13:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে; কেননা পামর তাঁহার সম্মুখে আইসে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এও আমার উদ্ধারে পরিণত হবে; কেননা আল্লাহ্বিহীন লোক তাঁর সম্মুখে আসে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে, যেহেতু কোনও অধার্মিক তাঁর সামনে আসতে সাহস পায় না! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 হয়তো আমার এই দুঃসাহসই আমাকে বাঁচাবে কারণ কোন দুর্জন তাঁর সামনে দাঁড়াতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে; কেননা পামর তাঁহার সম্মুখে আইসে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়। কোন দুষ্ট লোকই ঈশ্বরের মুখোমুখি হতে চায় না। অধ্যায় দেখুন |