ইয়োব 12:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তিনি অন্ধকার হইতে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন, মৃত্যুচ্ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তিনি অন্ধকার থেকে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন, মৃত্যুচ্ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেন ও নিরেট অন্ধকারকে আলোয় নিয়ে আসেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অন্ধকারের গভীর প্রদেশ তিনি অনাবৃত করেন, তমসার মাঝে করেন আলোকের সঞ্চার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তিনি অন্ধকার হইতে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন, মৃত্যুচ্ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঈশ্বর গোপনতম গোপন কথাটি প্রকাশ করেন। অন্ধকার এবং মৃত্যুময স্থানেও তিনি আলো পাঠান। অধ্যায় দেখুন |