ইয়োব 11:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার দর্পে কি মানুষেরা নীরব থাকবে? তুমি বিদ্রূপ করলে কি কেউ তোমাকে লজ্জা দেবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তোমার বাজে কথা কি অন্যান্য লোকদের চুপ করিয়ে রাখবে? তুমি যখন বিদ্রুপ করছ তখন কি কেউ তোমাকে তিরস্কার করবে না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ইয়োব তুমি কি ভেবেছ তোমার প্রলাপোক্তির কোন উত্তর আমরা দিতে পারব না? তোমার ব্যঙ্গ-বিদ্রূপ আমাদের নীরব করে দেবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ইয়োব, তুমি কি ভেবেছ তোমার জন্য আমাদের কাছে কোন উত্তর নেই? তুমি কি ভেবেছো যখন তুমি ঈশ্বরকে বিদ্রূপ করবে, তখন কেউ তোমাকে সাবধান করবে না? অধ্যায় দেখুন |