ইয়োব 11:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 হস্তে অধর্ম থাকিলে যদি তাহা দূর কর, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো ও তোমার তাঁবুতে কোনও অমঙ্গল বসবাস করতে না দাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমার মধ্যে থেকে সমস্ত অধর্ম ও মন্দতা দূর কর, তোমার আবাস থেকে দূর কর সমস্ত অনাচার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 হস্তে অধর্ম্ম থাকিলে যদি তাহা দূর কর, অন্যায়কে তব তাম্বুতে বাস করিতে না দেও; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখ। তোমার তাঁবুতে কোন মন্দ লোককে বাস করতে দিও না। অধ্যায় দেখুন |