Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 10:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 আমি অজাতের ন্যায় থাকিতাম, জঠর হইতেই কবরে নীত হইতাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আমার যদি জন্ম না হত, জঠর থেকেই কবরে নেওয়া হত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 আমি অজাত অবস্থায় থাকলেই ভালো হত, বা গর্ভ থেকে সোজা কবরে চলে যেতে পারলেই ভালো হত!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 অজাতই থাকতাম আমি, গর্ভ থেকেই নীত হতাম কবরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আমি অজাতের ন্যায় থাকিতাম, জঠর হইতেই কবরে নীত হইতাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 তাহলে আমাকে কখনো বাঁচতে হত না। মাতৃগর্ভ থেকে আমাকে সরাসরি কবরে নিয়ে যাওয়া হত।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 10:19
7 ক্রস রেফারেন্স  

দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।


আমি কেন গর্ভে মরি নাই? উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?


কেন আমাকে গর্ভ হইতে বাহির করিয়াছিলে? আমি তথায় প্রাণত্যাগ করিতাম, কাহারও নয়নগোচর হইতাম না।


আমার দিন কি অল্প নয়? অতএব ক্ষান্ত হও, আমাকে ছাড়, ক্ষণকাল সান্ত্বনা লাভ করি,


কারণ আমি অন্ধকার প্রযুক্ত অবসন্ন হইয়াছি, এমন নয়, ঘোর অন্ধকারে আমার মুখ আচ্ছন্ন বলিয়া নয়।


তিনি কেন আমাকে গর্ভের মধ্যে মারিয়া ফেলিলেন না? তাহা হইলে আমার জননী আমার কবর হইতেন, তাঁহার গর্ভ নিত্য বড় থাকিত।


কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন