ইয়োব 10:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হইবে; যদি ধার্মিক হই, মস্তক তুলিতে পারিব না, আমি অবমাননায় পরিপূর্ণ হইয়াছি, আর আপনার দুঃখ দেখিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হবে! যদি ধার্মিক হই, মাথা তুলতে পারব না, আমি অবমাননায় পরিপূর্ণ হয়েছি, আর নিজের দুঃখ দেখছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমি যদি দোষী—তবে আমার প্রতি হায়! আমি যদি নির্দোষও হয়ে থাকি, তাও আমি মাথা তুলতে পারব না, যেহেতু আমি লজ্জায় পরিপূর্ণ ও আমার দুঃখদুর্দশায় ডুবে আছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যখনই আমি পাপ করব, তুমি ধিক্কার দেবে আমায়। অথচ ন্যায্যা কাজ করলেও আমি প্রশংসা পাব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হইবে; যদি ধার্ম্মিক হই, মস্তক তুলিতে পারিব না, আমি অবমাননায় পরিপূর্ণ হইয়াছি, আর আপনার দুঃখ দেখিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যদি আমি পাপ করি, আমি যেন দুঃখ পাই! কিন্তু যদিও আমি নির্দোষ তবু আমি আমার মাথা তুলতে পারি না। আমি এতই লজ্জিত ও আহত। অধ্যায় দেখুন |