ইষ্রা 9:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অঞ্জলি বিস্তার করিলাম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে সন্ধ্যাকালীন কোরবানীর সময়ে আমি মনোদুঃখ থেকে উঠলাম এবং ছেঁড়া কাপড় ও পরিচ্ছদ না খুলে হাঁটু পেতে আমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে দু’হাত তুললাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সন্ধ্যাকালীন বলিদানের সময় হলে আমি সেই অবসন্নতা থেকে উঠে দাঁড়ালাম। আমার ছেঁড়া গায়ের কাপড় ও আলখাল্লা পরেই আমি হাঁটু গেড়ে, আমার আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে হাত প্রসারিত করে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সান্ধ্যকালীন বলিদানের সময় হলে যেখানে আমি গভীর দুঃখে মগ্ন হয়ে বসেছিলাম সেখান থেকে উঠলাম। তখনও পরণে ছিল ছেঁড়া কাপড়। আমি নতজানু হয়ে আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে অঞ্জলি বিস্তার করে প্রার্থনা নিবেদন করলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অঞ্জলি বিস্তার করিলাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমি যতক্ষণ ওখানে বসেছিলাম, নিজেকে যতদূর সম্ভব লজ্জিত দেখাতে চেষ্টা করছিলাম। এরপর বৈকালিক প্রার্থনার সময় আমি উঠে দাঁড়ালাম। নোংরা ও ছেঁড়া পরিধেয় সহ আমি হাঁটু গেড়ে বসে, দুহাত প্রসারিত করে আমার অধ্যায় দেখুন |