ইষ্রা 9:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 এই সকলের পরেও আমরা কি পুনর্বার তোমার আজ্ঞা লঙ্ঘন করিয়া ঘৃণার্হ ক্রিয়াতে লিপ্ত এই জাতিদের সহিত কুটুম্বিতা করিব? করিলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করিবে না যে, আমরা বিলুপ্ত হইব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি রক্ষিত কেহ থাকিবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এই সকলের পরেও আমরা কি পুনর্বার তোমার হুকুম লঙ্ঘন করে ঘৃণার কাজে লিপ্ত এই জাতিদের সঙ্গে আত্মীয়তা করবো? করলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করবে না যে, আমরা বিলুপ্ত হব, আর আমাদের মধ্যে অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেউ থাকবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমরা কি পুনরায় তোমার অনুশাসন লঙ্ঘন করে যারা এই প্রকার ঘৃণ্য কাজ করে তাদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হব? আমাদের ধ্বংস করতে ও অবশিষ্টাংশের তথা জীবিতদের বিলুপ্তির জন্য তুমি কি ক্রুদ্ধ হবে না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এর পরেও কি আমরা পুনরায় তোমার বিধান অমান্য করব এবং অনাচারে লিপ্ত ঐ জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? যদি আবদ্ধ হই, তবে তুমি কি প্রচণ্ড ক্রোধে আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে যেন আমরা কেউই রক্ষা না পাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এই সকলের পরেও আমরা কি পুনর্ব্বার তোমার আজ্ঞা লঙ্ঘন করিয়া ঘৃণার্হ ক্রিয়াতে লিপ্ত এই জাতিদের সহিত কুটুম্বিতা করিব? করিলে তুমি কি আমাদের প্রতি এমন ক্রোধ করিবে না যে, আমরা বিলুপ্ত হইব, আর আমাদের মধ্যে অবশিষ্ট কি রক্ষিত কেহ থাকিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 অতএব তোমার আদেশ আমাদের অমান্য করা উচিৎ নয়। আমাদের ওই সমস্ত লোকদের সঙ্গে অন্তর্বিবাহ করা উচিৎ নয় যারা খারাপ কাজ করে। আমরা জানি যে আমরা যদি ওদের সঙ্গে বিবাহ সম্পর্ক চালিয়ে যাই, তাহলে, হে ঈশ্বর, তুমি আমাদের ওপর খুব রেগে যাবে এবং যতদিন না সমস্ত ইস্রায়েলীয় নির্বংশ হবে তত দিন আমাদের ধ্বংস করবে। অধ্যায় দেখুন |