Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 8:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ, ও তাহার সঙ্গী সত্তর জন পুরুষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী সত্তর জন পুরুষ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এলমের বংশজাতদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী, 70 জন পুরুষ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ, ও তাহার সঙ্গী সত্তর জন পুরুষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এলমের উত্তরপুরুষদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ ও আরো 70 জন পুরুষ;

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 8:7
7 ক্রস রেফারেন্স  

অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।


এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।


অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।


এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।


আদীনের সন্তানদের মধ্যে যোনাথনের পুত্র এবদ, ও তাহার সঙ্গী পঞ্চাশ জন পুরুষ।


শফটিয়ের সন্তানদের মধ্যে মীখায়েলের পুত্র সবদিয়, ও তাহার সঙ্গী আশি জন পুরুষ।


তখন এলম-সন্তানদের মধ্যে যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে উত্তর করিয়া কহিল, আমরা আপন ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছি, ও দেশনিবাসী লোকদের মধ্য হইতে বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি; তথাপি এই বিষয়ে ইস্রায়েলের পক্ষে এখনও প্রত্যাশা আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন