ইষ্রা 8:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরিতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সেই পর্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 অতএব তোমরা জেরুশালেমে মাবুদের গৃহের কুঠরীতে প্রধান ইমাম, লেবীয় ও ইসরাইলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তা ওজন করে না দেবে সেই পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যতক্ষণ না পর্যন্ত জেরুশালেমে সদাপ্রভুর গৃহের নির্দিষ্ট কক্ষে বিশিষ্ট যাজক, লেবীয় ও ইস্রায়েলের গোষ্ঠীপতিদের সামনে এগুলি ওজন করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি সাবধানে রক্ষণাবেক্ষণ করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 যতক্ষণ না তোমরা মন্দিরে পৌঁছাও সতর্কভাবে এগুলি পাহারা দাও। তারপর পুরোহিতদের কক্ষে গিয়ে সেগুলি ওজন করো এবং যাজকপ্রধান, লেবীয় প্রধানদের কাছে ও জেরুশালেমের ইসরায়েলী নেতৃবর্গের কাছে সেগুলি জমা দিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্য্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সে পর্য্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 যাও এই সমস্ত বস্তু রক্ষা কর। জেরুশালেমে প্রভুর মন্দিরের নেতৃবর্গকে দেওয়ার আগে পর্যন্ত এই সমস্ত সম্পদের দায়িত্ব তোমাদের। ইস্রায়েলের প্রধান পরিবারবর্গের নেতা ও লেবীয়দের হাতে এই সমস্ত কিছু তুলে দেবে। তারা ওজন করে এই সমস্ত জিনিস জেরুশালেমে প্রভুর মন্দিরের ঘরের ভেতরে তুলে রাখবেন।” অধ্যায় দেখুন |